Bangladesh Army Job Circular 2024

0
BD Army Job Circular

Bangladesh Army job circular 2024

Army job circular 2022
সেনাবাহিনীর চাকুরীর সার্কুলার

সেনাবাহিনীর নিয়োগ সার্কুলার-২০২৪

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগের জন্য বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ২০২৪ সালে দেশের বিভিন্ন সেনানিবাসে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি করবেন। আবেদনের জন্য এসএসসিতে মিনিমাম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। এই নিয়োগের মাধ্যমে যে সকল ব্যক্তি নিয়োগ লাভ করবে। তাঁরা আগামী ২০২৫ সালে প্রশিক্ষণে অংশগ্রহণ করবে।

পদ সংখ্যা Vacancy

জেলা শূণ্য পদের অনুকুলে পুরুষ এবং মহিলা সৈনিক পদে ভর্তি করা হবে। সৈনিক পদবীর শূণ্য পদ সংখ্য অনির্ধািরিত।

pic
Army job circular 2024

সেনাবাহিনীতে নিয়োগের জন্য শারিরীক যোগ্যতা

পুরুষ প্রার্থীর ক্ষেত্রে

ক। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি কমপক্ষে/ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ ফুট ৪ ইঞ্চি কমপক্ষে

খ। বুকের মাপ ৩২ ইঞ্চি স্ফিত অবস্থায় ৩৪ ইঞ্চি কমপক্ষে

গ। ওজন কমপক্ষে ৫০ কেজি/১১০ পাউন্ড

মহিলা প্রার্থীর ক্ষেত্রে

ক। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি ক্ষুদ্রনৃ-গোষ্ঠীর জন্য ৫ ফুট ১ ইঞ্চি

খ। বুকের মাপ ৩০ ইঞ্চি স্ফিত অবস্থায় ৩২ ইঞ্চি

গ। ওজন কমপক্ষে ৪৭ কেজি/১০৪ পাউন্ড

বেতন গ্রেড Pay Scale of Sainik

প্রশিক্ষণ শেষে সৈনিক পদে নিয়োগ লাভ করবে। সৈনিক পদ 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী 17তম গ্রেডের অন্তরভূক্ত। মূল বেতন 9000/- টাকা হতে শুরু এবং সেনাবাহিনীর অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবে।

সৈনিক পদে আবেদনের নিয়ম/ সৈনিক পদে আবেদনের অনলাইন কোড নম্বর

সাধারণ জিডি সৈনিক পদে আবেদনের জন্য প্রার্থীকে টেলিটক সীম হতে sainik space 1st Three Letters of SSC Board space Roll Space passing year space District code এই তথ্য টাইপ করে ১৬২২২ এই নম্বরে প্রেরণ করতে হবে।

Army training, army job
Army training

আবেদনের শেষ তারিখ (Deadline of Application)

১০ জানুয়ারি ২০২৪ তারিখ হতে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত টেলিটক সীমের মাধ্যমে এসএমএস এবং অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের পরবর্তী সময়ে মোবাইলে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও স্থান জানানো হবে।

সেনাবাহিনী নিয়োগ সার্কুলার-২০২৪ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

চাকুরীর খবরের আরও পড়ুন পুলিশের চাকুরী

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *